কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৬:৫৮

আগামী বৃহস্পতবিার (১২ জানুয়ারি) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে পার্বত্য মেলা। আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী চলবে এই মেলা। মেলা চলাকালীন প্রতদিনি সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতি বছররে মতো এবারও পার্বত্য মেলা আয়োজন করতে যাচ্ছে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পার্বত্য চট্টগ্রাম বষিয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, চার দিনব্যাপী এই পার্বত্য মেলায় ১০৩টি স্টল থাকব। মেলার স্টলে পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমর, তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়া মেলা চলাকালীন পার্বত্য জেলার শিল্পীদের অংশগ্রহণে প্রতদিন বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরবেশিত হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও