পাকিস্তানের অর্থনীতি বাঁচাতে ৯০০ কোটি ডলার দিচ্ছে দাতারা
পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা। দেশটিকে ৯০০ কোটি মার্কিন ডলার বা ৯ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন দাতা সংস্থা। গত বছর ভয়াবহ বন্যা আঘাত হানে দেশটিতে। তাতে ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়। বাস্তুচ্যুত হয় ৮০ লাখের বেশি মানুষ। পাশাপাশি দেশজুড়ে ব্যাপকভাবে বিভিন্ন ধরনের অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিকভাবে সংকটাপন্ন অবস্থায় থাকা দেশটির অর্থনীতিও চরম সংকটে পড়ে।
তাই দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সহায়তা চায় দেশটি। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক বিভিন্ন সংস্থা ৯ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও দেশটির সংকট মোকাবিলায় প্রায় ১ হাজার ৬৩০ কোটি ডলার সহায়তা চেয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।