২ দিন আগেই বিশ্ব ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা

সমকাল টঙ্গী প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর দুইদিন বাকি। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আগামী ১৩ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরের প্রথম পর্ব।


এবার প্রথম পর্বের ইজতেমায় দেশের সবগুলো জেলার ধর্মপ্রাণ মুসল্লিরাই অংশগ্রহণ করবেন।মঙ্গলবার সকালে ইজতেমার মাঠে গিয়ে দেখা যায়, ইতোমধ্যেই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুনসিগঞ্জ ও গাজীপুরের কাপাসিয়াসহ দেশের কয়েকটি জেলার নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন আগত মুসল্লিরা। মাঠে তারা প্রয়োজনীয় কাজের পাশাপাশি নফল ইবাদত-বন্দেগি, তালিম, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারে সময় কাটাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও