‘ঢাকাকেন্দ্রিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে’ সেন্ট মার্টিনে পর্যটক পরিবহনব্যবস্থা
নাফ নদীতে ডুবোচর ও নাব্যতা–সংকটের কথা বলে চলতি মৌসুমের শুরু থেকে (১ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। অথচ কক্সবাজার ও চট্টগ্রাম থেকে একাধিক বিলাসবহুল জাহাজে চড়ে হাজারো পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণে যাচ্ছেন।
এতে সেন্ট মার্টিনে পর্যটকদের পরিবহনের বিষয়টি ঢাকাকেন্দ্রিক সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে বন্ধ থাকা জাহাজগুলোর একাধিক মালিক।
নাম প্রকাশ না করার শর্তে তাঁরা দাবি করেন, এতে বিপাকে পড়েছেন এ নৌপথে চলাচলকারী জাহাজ, স্পিডবোট, কাঠের ট্রলারসহ টেকনাফের দোকানপাটের ব্যবসায়ীরা।
বর্তমানে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে এম ভি কর্ণফুলী এবং চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে বে ওয়ান জাহাজ চলাচল করে। জাহাজ দুটি একই প্রতিষ্ঠানের। কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর প্রথম আলোকে বলেন, জাহাজ দুটি সরকারি অনুমোদন নিয়ে গত বছরও এ নৌপথে চলাচল করেছে। এ বছরও নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে চলছে। টেকনাফে জাহাজ চলাচল বন্ধের সঙ্গে জাহাজ দুটি চলাচলের কোনো সম্পর্ক নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সিন্ডিকেট
- পর্যটকবাহী জাহাজ