ইন্টারনেট ব্রাউজিংয়ের সহজ টিপস
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৩:০০
ইন্টারনেট ব্রাউজার হিসেবে আপনি কেমন? সহজেই কি যা খুঁজছেন তা পেয়ে যান? আপনার গোপনীয়তা বা নিরাপত্তা রক্ষা হয় কি? আপনার ব্রাউজার কি ধীরগতিতে কাজ করে? নাকি এসব নিয়ে ভাবাই হয়নি কখনো? না ভাবলে এবার ভাবুন।
গুগল সার্চের কতক বিষয়
গুগল জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আপনি যা খুঁজছেন, গুগল তা মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজির করে দিতে পারে। এর অ্যালগরিদম এমনভাবেই সেট করা আছে যেন আপনি যেভাবে চাইছেন, সেভাবে তথ্যটি পেতে পারেন। তারপরও কিছু ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত তথ্য পাই না। এ ক্ষেত্রে কিছু বিষয় জানা থাকলে দ্রুত সমাধান পাবেন।
- ক্যাটাগরি ও টুলস ব্যবহার করুন। আপনি হয়তো কোনো সংবাদ খুঁজছেন, সে ক্ষেত্রে নিউজে ক্লিক করার পাশাপাশি টুলস থেকে সময় নির্ধারণ করে দিতে পারেন।
- আবার কেমন ছবি আপনি চাইছেন তার রং ও আকার অনুযায়ী নির্ধারণ করলে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন।
- অনেক সময় সঠিক কিওয়ার্ড ব্যবহার করা হয় না। ফলে অপ্রাসঙ্গিক তথ্য সামনে চলে আসে। ধরা যাক, আপনি একজন ক্রিকেটারকে খুঁজছেন। যতটা নির্দিষ্টভাবে সার্চ করা যায়, ততটাই নির্দিষ্টভাবে খোঁজার চেষ্টা করুন। যেমন দেশ, ব্যাটসম্যান না বোলার নাকি অলরাউন্ডার এভাবে নির্দিষ্ট করে খুঁজুন। প্রয়োজনে কোটেশন মার্ক ব্যবহার করতে পারেন।
- গুগল সার্চের ক্ষেত্রে হাইফেন বা কমার মতো বিরাম চিহ্ন ব্যবহার না করাই ভালো।
- আপনি কোনো ফাইল খুঁজলে তা উল্লেখ করুন। যেমন পিপিটি, পিডিএফ ইত্যাদি। ছবির ক্ষেত্রে পিএনজি বা জেপিইজি উল্লেখ করুন।
- একটি ছবির মতো আরেকটি খুঁজছেন, এমন হলে ছবি যুক্ত করেও সার্চ করতে পারেন।
নিরাপদ ব্রাউজিং
- শক্ত পাসওয়ার্ড, নিজের ব্যক্তিগত বিষয় বেশি শেয়ার না করা এসব বিষয় নিরাপদ ব্রাউজিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরও কিছু বিষয় বিবেচনায় রাখা দরকার।
- আপনার কম্পিউটার বা মোবাইল ফোন আপডেট রাখুন। নিরাপত্তার জন্য এটাও বেশ জরুরি। যে ব্রাউজার ব্যবহার করছেন, তা-ও আপডেট রাখা প্রয়োজন।
- ব্যক্তিজীবনে আমাদের যেমন সংযত হতে হয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারেও এটা জরুরি। না হলে এর সুযোগ অন্য কেউ নিতে পারে। শুধু নিরাপত্তা নয়, বাজেভাবে ট্রলিংয়ের শিকারও হতে পারেন।
- প্রয়োজনে আপনার ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করুন। তাড়া থাকলে ইনকগনিটো মুড ব্যবহার করুন। এই মুডে আপনার কোনো হিস্ট্রি যুক্ত হবে না।
- আপনি যা ডাউনলোড করছেন তা বুঝে করা জরুরি। অনেক সময় হয়তো না জেনে স্ক্যাম বা ভাইরাস ডাউনলোড করছেন। না বুঝলে সময় নিন, পরে ডাউনলোড করুন।
- হুট করে ‘চমকপ্রদ’ কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। অনেক সময় এগুলো আপনার ক্ষতির কারণ হতে পারে।
- বাসায় বা অফিসে যে ইন্টারনেট ব্যবহার করছেন তা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়ার চেষ্টা করুন। বিবেচনায় রাখবেন, তাদের কাছে আপনার অনেক তথ্যই গোপন নয়।
ইন্টারনেট আমাদের প্রতিদিনের সহযোগী। যতটা নিরাপদে এটি ব্যবহার করা যায়, ততই মঙ্গল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- গুগল সার্চ
- গুগল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে