অ্যাপলের চিপে মিলল দুই নিরাপত্তা ত্রুটি: গবেষণা
প্রসেসর বা চিপকে দ্রুত ও নিরাপদ হিসাবে প্রচার করে আসছে অ্যাপল। তবে অ্যাপলের সবশেষ চিপে দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা গবেষকদের একটি দল। তাদের দাবি, ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্যকে ঝুঁকিতে ফেলতে পারে এসব ত্রুটি।
গবেষণাটি করেছেন ‘জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি’ ও জার্মানির ‘রুহর ইউনিভার্সিটি বোচুম’-এর বিশেষজ্ঞ ও গবেষকরা। এ গবেষণার ফলাফল তারা উপস্থাপন করবেন বিশ্বের অন্যতম সাইবার নিরাপত্তা সম্মেলন ‘আইইইই এসপি ২০২৫’ ও ‘ইউএসইএনআইএক্স সিকিউরিটি ২০২৫’-এ।
নিজেদের এম সিরিজ ও এ সিরিজের বিভিন্ন চিপকে দ্রুততর করতে ডেটা প্রসেসিংয়ের গতি বাড়ানোর জন্য ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করছে অ্যাপল। এ চিপের দুটি মূল ফিচারের ওপর নজর দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, অ্যাপলের এ দুটি চিপ প্রয়োজনের আগেই ডেটা বা তথ্যের মান অনুমানের চেষ্টা করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিরাপত্তা ত্রুটি
- অ্যাপল