![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F01%2F09%2FWhatsApp-Image-2023-01-09-at-6.51.07-PM-57307e6a4f63e26590303095977053ec.jpeg%3Fjadewits_media_id%3D834329)
অ্যাক্টোম্যানিয়া’র অভিষেক হচ্ছে ‘হ্যামলেট মেশিন’ দিয়ে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১০:১৩
ঢাকার সমৃদ্ধ নাট্যদলগুলোর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম অ্যাক্টোম্যানিয়া। যদিও সংশ্লিষ্টরা এটিকে দল না বলে সংগঠন বলে অভিহিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
দল বা সংগঠন যাই হোক, অ্যাক্টোম্যানিয়া’র আত্মপ্রকাশ হচ্ছে হাইনার মুলারের উত্তরাধুনিক নাটক ‘হ্যামলেট মেশিন’ মঞ্চে তোলার মাধ্যমে। আগামী ১১ জানুয়ারি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকটির মঞ্চায়ন হবে।
উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব সারা যাকের। বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন অ্যাক্টোম্যানিয়া’র আহ্বায়ক তালহা জুবায়ের।
‘হ্যামলেট মেশিন’ নির্দেশনা দিয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক নওরীন সাজ্জাদ।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক মঞ্চায়ন
- নাট্যদল