ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারী নিহত প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি

জাগো নিউজ ২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফরের গাড়িচাপায় রুবিনা আক্তার (৪০) নামের এক নারী নিহতের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি।


এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। জানা গেছে, গত ২ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ওই শিক্ষকের প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার। তিনি প্রাইভেটকারের নিচেই আটকে পড়েন। ওই অবস্থায় চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও