বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনছে আসুস
দুই বছর পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত হয়েছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনউিজমার ইলেকট্রনিক শো (সিইএস)। ৫ জানুয়ারি শুরু হয়েছে এবারের আয়োজন। শেষে হয়েছে ৮ জানুয়ারি। এতে ম্যাক্সড আউট ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বড় পরিসরে শক্তিশালী পারফরম্যান্সকে ফোকাস করে বিস্তৃত পরিসরের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস রিপাবলিক অব গেমার্স (আরওজি)।
আরওজি স্ট্রিক্স স্কার ও স্ট্রিক্স জি
নতুন আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (জি৮৩৪) ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। এটিই প্রথম আরওজি ল্যাপটপ, যাতে ১৮ ইঞ্চির নেবুলা ডিসপ্লে এবং ম্যাক্সিমাম কিউএইচডি ২৪০ হার্টজ স্পেক। এছাড়া আরওজি স্ট্রিক্স স্কার পাওয়া যাবে ১৬ বা ১৭ ইঞ্চি মডেলে। ১৬ ও ১৮ ইঞ্চির মডেলগুলো আসছে ১৩ প্রজন্মের ইন্টেল ২৪ কোরসহ আই৯-১৩৯৮০এইচএক্স প্রসেসরে। আরওজি স্ট্রিক্স স্কার ১৭ আসছে এএমডি রাইজেন ৯ জেন ৪ প্রসেসরে। সব স্ট্রিক্স মডেলে উন্নত অপ্টিমাসসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের ল্যাপটপ জিপিইউ থাকছে।