জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারত
বিশ্বে গাড়ির বাজারে জাপানকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয়তে যুক্তরাষ্ট্র।
‘সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারতে মোট নতুন গাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে ৪ লাখ ২৫ হাজার ইউনিট। যেখানে জাপানের পরিসংখ্যান ৪ লাখ ২ হাজার।
ভারতের সবচেয়ে বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘মারুতি সুজুকি’-র দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে গাড়ি সরবরাহ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ইউনিট।