‘সিইএস’ প্রযুক্তি মেলায় ৫জি গেল কই?
কোভিড নিয়ে যখন কঠিন অবস্থা তখনও আয়োজন চালিয়ে যাওয়া ‘সিইএস’ প্রযুক্তি মেলা এতোদিন বিবেচিত হয়েছে ‘৫জি কেন্দ্রীক এক বড় মিলনমেলা’ হিসেবে। তবে, এবারের আয়োজনে নানা পদের স্ক্রিন, গাড়ি ও স্মার্ট হোম-ভিত্তিক পণ্যের আধিক্যে ৫জি হয়ে গিয়েছে পেছনের বেঞ্চের বিষয়।
প্রতিবেদন বলছে, এটি নিয়ে তেমন কথাও হয়নি আয়োজনে।
২০১৯ ও ২০২১ সালের ‘কি নোটে’ ৫জি সম্পর্কে প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ভেরাইজন সিইও হ্যান্স ভেস্টবার্গ। সে সময় তিনি বলেন, ৫জি সম্ভবত বিভিন্ন জটিল সার্জারি, স্ব-চালিত গাড়ি, অগমেন্টেড রিয়ালিটি’সহ বেশ কিছু সংখ্যক প্রযুক্তির সম্ভাবনা সক্রিয় করে তুলতে পারে।
২০২২ সালের কি নোটে টি-মোবাইল সিইও মাইক সাইভার্টের বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ওমিক্রনে আক্রান্ত হওয়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। তবে, ২০২৩ সালের বক্তব্যগুলোয় খুব কমই উঠে এসেছে ৫জি’র কথা।
এর কারণ কী? ৫জি-তে গ্রাহককে প্রতিশ্রুতি দেওয়া সকল সুবিধাই বাস্তবায়িত হয়েছে, বিষয়টি এমন নয়। আর এমন পরিস্থিতিও তৈরি হয়নি, যেখানে কেউ একটি পুরোপুরি স্বয়ং গাড়িতে চড়ে রোবটের মা
- ট্যাগ:
- প্রযুক্তি
- সিইএস
- তথ্য প্রযুক্তি মেলা
- ফাইভ জি