কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টি-টেনে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

প্রথম আলো প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫২

গত মাসে শেষ হওয়া আবুধাবি টি–টেন লিগে ফিক্সিং, বেটিংসহ দুর্নীতির বেশ কিছু অভিযোগ পেয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে গুরুতর ছয়টি অভিযোগের তদন্ত শুরু করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


আট দলের টুর্নামেন্টটিতে বাংলাদেশ জাতীয় দলের চারজনসহ মোট পাঁচ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। তাঁরা হচ্ছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


তবে তদন্তের আওতায় থাকা ঘটনাগুলোর সঙ্গে এই ক্রিকেটারদের সংশ্লিষ্টতা আছে কি না জানা যায়নি।


নিজস্ব সূত্রের বরাতে ইংল্যান্ডের স্পোর্টস মেইল জানিয়েছে, ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলা আবুধাবি টি–টেন লিগ নিয়ে এক ডজনের বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছে আইসিসি। যার অর্ধেকই আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম চালানোর মতো গুরুতর। মাত্র কয়েক শ দর্শকের নিয়ন্ত্রিত বাজারে ম্যাচপ্রতি আট লাখ পাউন্ড পর্যন্ত বাজি ধরা হয়েছে বলে জেনেছে স্পোর্টস মেইল। যা জুয়ার বৈধতা না থাকা উপমহাদেশের বাজারের ক্ষেত্রে অস্বাভাবিক রকমের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও