দিল্লিতে তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াস, কুয়াশার কারণে সতর্কতা জারি
বাংলাদেশের মতো ভারতেও বেড়েছে শীতের আধিপত্য। দেশটির বিভিন্ন অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। রোববার রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরের বেশির ভাগ জায়গা থেকেও তাপমাত্রা কম।
আবহাওয়া অফিসের বরাতে আনন্দবাজারের খবরে বলা হয়, উত্তর ভারতের আট রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে। সঙ্গে থাকবে কুয়াশার দাপটও। হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা দিল্লির আজ সকাল। গত কয়েক দিন ধরেই কুয়াশার দাপট চলছে দিল্লিসহ উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে দেশটির অবহাওয়া অধিদপ্তর।