৩০ বছর হয় জাফর ইকবাল নেই
সমকাল
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:১২
ত্রিশ বছর হয় নেই জাফর ইকবাল। অথচ কাজে এখনও কতটা জীবন্ত তিনি, কতটা আস্টেপৃষ্টে আছেন বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক হয়ে। ১৯৯২ সালের ৮ জানুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি জমান। চার চিরবিদায়ের তিন দশক পেরিয়ে গেলেও এ দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে আজও স্মরণীয়, শ্রদ্ধেয় তিনি।
বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম জাফর ইকবাল। তবে যতটা না স্টাইলিশ ছিলেন তার চেয়ে বেশি ছিলেন তিনি অভিমানী ও আবেগপ্রবণ। বোহেমিয়ানও ছিলেন তিনি। শহুরে রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার সহজ বিচরণ। অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে চমৎকার গান গাইতে পারা এ অভিনেতা বেশকিছু ছবিতে গায়ক চরিত্রে অভিনয় করেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- স্মরণ
- মৃত্যুবার্ষিকী
- চিত্রনায়ক
- জাফর ইকবাল