আবারও ফ্রান্সের কোচ দেশম, অপেক্ষা বাড়ল জিদানের
‘বিশ্বকাপের জন্যই দেশমের জন্ম।’ খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হয়ে দু’বার দলকে বিশ্বকাপে তুলেছেন। কোচ দিদিয়ের দেশমকে নিয়ে তাই কথাটা বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাও হয়তো বুঝে গিয়েছিলেন এই দেশমকে ছাড়বে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। সেজন্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।
বিশ্বকাপ ভাগ্যসম্পন্ন ওই দেশমই নতুন মেয়াদে ফ্রান্সের কোচের দায়িত্ব পেয়েছেন। টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল, যার একটিতে শিরোপা জয়। এক ইউরোর ফাইনাল তোলা কোচকে কেন ছাড়বে ফ্রান্স! চাকরির সিদ্ধান্তটা ১৯৯৮ বিশ্বকাপ জয়ী কোচের হাতেই ছেড়ে দিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। তিনি সম্মত হওয়ায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি।