‘যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে হবে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ২০:০৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে ঢাকা ক্যাটেল এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে দেশের যুব সমাজ উদ্বুদ্ধ হবে। শনিবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত দুদিন ব্যাপী ‘ঢাকা ক্যাটেল এক্সপো-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে মাংসে স্বয়ংসম্পন্ন হয়েছি। কোরবানির সময় এখন আর গরু বা পশু আমদানি করতে হচ্ছে না। গবাদিপশু উৎপাদন বৃদ্ধির কারণে আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে। এতে আমাদের দেশের যুবসমাজের অবদান অনেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও