কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

সমকাল পূর্বাচল প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:২৯

ধোঁয়ার মতো উড়ছে বালু, সঙ্গে কুয়াশা। ক্ষণে ক্ষণে মৃদু হাওয়ায় ঠান্ডাটাও বেশ। দাপুটে শীতের এমন পরিবেশেও আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে দূরে যাননি ক্রেতা-দর্শনার্থী। ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) গেল রোববার মেলা শুরুর পর গতকাল শুক্রবার ছিল প্রথম ছুটির দিন। ফলে দর্শনার্থীও ছিল ঠাসা। কেউ করছেন কেনাকাটা, কেউ স্টলে স্টলে ঘুরে পরখ করছেন পণ্য। আবার অনেকে ছবি তুলে ধরে রাখছেন স্মৃতি।


সরেজমিন দেখা গেছে, শেষ বিকেলে টিকিট কাউন্টার থেকে শুরু করে মেলার প্রবেশমুখে বেশ জটলা। বিক্রেতারা বেশিরভাগ পণ্যে ছাড় দেওয়ায় জমেছে কেনাবেচা। তবে মেলায় গতবারের চেয়ে এবার স্টলের সংখ্যা বাড়লেও অনেকগুলোর নির্মাণই শুরু হয়নি। অন্যদিকে মেলার মূল কমপ্লেক্সের পেছনের স্টলগুলো ও হাঁটাচলার রাস্তায় প্রচুর ধুলাবালি উড়তে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিক ও ক্রেতা-দর্শনার্থীরা। পানি না দেওয়ায় রাস্তায় ইটের ওপর দেওয়া বালু বাতাসের সঙ্গে ধোঁয়ার মতো উড়ছে। এতে আশপাশের স্টলগুলোর পণ্য ও উন্মুক্ত থাকা খাবারগুলো বালুতে ভরে গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও