চীনে কেন সবাই হন্যে হয়ে সোনা কিনছেন
প্রথম আলো
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ১৫:২৭
সোনার প্রতি আকর্ষণ আবারও বেড়েছে। সোনার প্রতি এই আকর্ষণে চীনের নাগরিকেরাও পিছিয়ে নেই। ফলে বিশ্ববাজারে তর তর করে বাড়ছে সোনার দাম।
চীনা তরুণী লিনের উদাহরণ দিয়েছে নিউইয়র্ক টাইমস। বলা বলা হয়েছে, ২৫ বছর বয়সী এই নারী শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়ে ছোট দানা আকারের সোনা কিনছেন। সোনার গয়না, বার বা কয়েন কেনার সামর্থ্য নেই তাঁর; অগত্যা সোনার দানা কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। সোনার প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে, সেই দৌড়ে তিনিও সামর্থ্য অনুযায়ী শামিল হয়েছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চীন
- সোনা
- সোনা-রূপা