তুলবে সেলফি, দেখভাল করবে বয়স্কদেরও! 'WALL-E'-এর নায়ককে মনে করাল আশ্চর্য রোবট
eisamay.com
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫১
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে চোখে চালশে, আর দুশ্চিন্তা। বয়স্ক বাবা-মায়ের চিন্তা অনেক সময়ই আমাদের ঘুম কেড়ে নেয়। বিশেষত যাঁদের কাজের প্রয়োজনে বাইরে কাটাতে হয় অনেকটা সময়, কিংবা হয়তো কর্মসূত্রে থাকেন অন্য শহরে। এবার ভার লাঘব করতে এগিয়ে আসবে যন্ত্রমানবেরা।
আজকের যুগে রোবোটিক টেকনোলজি যে জায়গায় পৌঁছেছে, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই মানুষের বহু পেশা বিলুপ্ত হয়ে যেতে চলেছে। সেই সব কাজ সেরে দেবে রোবটেরাই। প্রতিদিন আরও উন্নত হচ্ছে Artificial Intelligence (AI)। যা মানুষের কাজকে অনেক অংশেই হালকা করে দেবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রোবটিক্স
- রোবট
- রোবট রিসিপশনিস্ট