কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংকট মোকাবিলায় বাণিজ্য চুক্তির উদ্যোগ শ্রীলঙ্কার

প্রথম আলো শ্রীলঙ্কা প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কা এবার ভারত, থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা আবার শুরু করতে যাচ্ছে। দেশটির সরকারি কর্মকর্তারা মনে করছেন, অর্থনীতিকে আবার দাঁড় করাতে এর বিকল্প নেই। তবে এ আলোচনা নতুন নয়। চার বছর আগেই আলোচনা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশ।


রয়টার্সের সংবাদে বলা হয়েছে, থাইল্যান্ড সরকারের একটি প্রতিনিধিদল আগামী সোমবার বাণিজ্য আলোচনা করতে শ্রীলঙ্কা সফরে যাবে। এটি থাইল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার তৃতীয় পর্যায়ের আলোচনা। এর আগে ২০১৮ সালে তারা সর্বশেষ আলোচনা করেছিল।


অন্যদিকে বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন ও ভারতের সঙ্গে আগামী ফেব্রুয়ারি ও মার্চে আলোচনায় বসবে শ্রীলঙ্কা। দুটি দেশের সঙ্গেই ২০২১ সালে শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ ছিল ৫০০ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও