কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০২৭ সালের পর টেলিকম লাইসেন্সিং খাতে কী হবে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

দেশের টেলিকম খাতে ২০২৭ সালের পরে সংকট তৈরি হতে পারে। অন্তত তিন ধরনের লাইসেন্স আর ওই সময়ের পরে নবায়ন করা হবে না। যেসব লাইসেন্সের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেগুলো ২০২৭ সাল পর্যন্ত নবায়নের সিদ্ধান্ত হলেও ২০২৭ সালে যেসব লাইসেন্সের মেয়াদ শেষ হবে সেগুলো আর নবায়ন করা হবে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ওই সময়ের পরে আসতে পারে ইউনিফায়েড লাইসেন্স।


নবায়ন না করার সিদ্ধান্তের মধ্যে লাইসেন্সগুলোর মধ্যে রয়েছে আইজিডাব্লিউ, আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ)। তবে ইন্টারনেট সেবা দাতাদের (আইএসপি) লাইসেন্সের বিষয়ে কোনও কিছু বলা হয়নি। ফলে আইএসপি অপারেটররা ভাবছে এই লাইসেন্স থাকবে। তারা মনে করছে, তাদের লাইসেন্স পৃথকই থাকবে। কারণ হিসেবে তারা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ইউনিফায়েড লাইসেন্স দেওয়ার সুযোগ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও