You have reached your daily news limit

Please log in to continue


তিন দিনে ১১ দফা ভোট, প্রতিনিধি পরিষদ এখনো স্পিকার-শূন্য

টানা তিন দিনে মোট ১১ দফা ভোট হয়েছে। তারপরও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ স্পিকার নির্বাচন করতে পারেনি। খবর বিবিসির।

স্পিকার নির্বাচনে ব্যর্থ হওয়ায় প্রতিনিধি পরিষদে অচলাবস্থা চলছে। প্রাক্‌-গৃহযুদ্ধ যুগের পর এমন দৃশ্য আর দেখেনি যুক্তরাষ্ট্র। প্রাক্‌-গৃহযুদ্ধের সময় প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে মোট ৪৪ দফা ভোট হয়েছিল।

মঙ্গল, বুধের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ভোট হয়। এদিনের ভোটেও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি স্পিকার নির্বাচিত হতে ব্যর্থ হন।

স্পিকার নির্বাচনে ১১ দফার ভোটে কোনো ফল না আসার পর গতকাল কার্যক্রম মুলতবি করা হয়। আজ শুক্রবার আবার প্রতিনিধি পরিষদ বসবে। সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত ভোট চলবে।

প্রতিনিধি পরিষদের স্পিকার হতে একজন প্রার্থীর ২১৮ ভোট দরকার। কিন্তু প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা ম্যাকার্থিসহ কোনো প্রার্থী এই পরিমাণ ভোট পেতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এ কারণে প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনের ভোট চতুর্থ দিনে গড়াল।

ম্যাকার্থির স্পিকার নির্বাচিত হতে না পারার মূলে রয়েছেন তাঁর দলেরই কট্টরপন্থী কয়েক সদস্য। দলটিতে আছেন ২০ জন রিপাবলিকান সদস্য। তাঁদের কারণেই ম্যাকার্থি প্রয়োজনীয় ২১৮ ভোট পাচ্ছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন