এক ঋণখেলাপিকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনার আদেশ

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ২০:০৪








এক হাজার কোটি টাকা ঋণ খেলাপের মামলায় চট্টগ্রামের সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান মুজিবুর রহমান মিলনকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্র ও অর্থসচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালত সূত্র জানায়, সিলভিয়া গ্রুপের কর্ণধার মুজিবুর রহমান মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ব্যাংক এশিয়া থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন। তাঁর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের একাধিক মামলা রয়েছে। পাচারের টাকায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে গড়ে তুলেছেন ছয়টি কোম্পানি। দেশে তাঁর জাহাজভাঙা ও আবাসন খাতে ব্যবসা ছিল।


 








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও