 
                    
                    বগুড়ার দুই আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
বিএনপি দলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়ার দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। এদিন দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সকাল থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়।
চলে বিকেল চারটা পর্যন্ত। মনোয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। দুপুরে বগুড়া-৬ আসনের নৌকার মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সহসভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুসহ একাধিক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় রাগেবুল আহসান রিপু বলেন, নেত্রী শেখ হাসিনা আমাকে বগুড়াবাসীর জন্য মনোনীত করেছেন। তিনি বগুড়ার করতোয়া নদী নিয়ে কথা বলেছেন ভারতের সঙ্গে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                