![](https://media.priyo.com/img/500x/https://bangla.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/02/10/flight_plane_web.jpg)
ঘন কুয়াশায় শাহজালাল থেকে ঘুরে গেল আন্তর্জাতিক ফ্লাইট, ৭টিতে বিলম্ব
ঘন কুয়াশার কারণে আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, রানওয়ের ভিজিবিলিটি কম হওয়ায় রিয়াদ থেকে সৌদিয়ার একটি ফ্লাইট হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
কুয়াশার কারণে আজ টানা চতুর্থ দিনের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
কামরুল ইসলাম বলেন, একটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হওয়ার পাশাপাশি আরও ৭টি ফ্লাইটে বিলম্ব হয়েছে।
জাজিরা এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ, ওমান এয়ার এবং ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে।