![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2023/01/04/113159kalerkantho_pic.jpg)
৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিটিসি,র আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, সকালে ঘন কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এতে করে ঘাটে আসা যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে।