![](https://media.priyo.com/img/500x/https://bangla.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2022/12/27/hosne-aaraa-luphaa-ddaaliyyaa.jpg?itok=vjS8Vr2e×tamp=1672115881)
রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছেন, জয় হবে: ডালিয়া
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া 'সুষ্ঠু ভোট' হচ্ছে বলে মন্তব্য করছেন।
তিনি বলেন, 'রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছেন। ভোটাররা উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।'
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হোসনে আরা লুৎফা ডালিয়া আরও বলেন, 'ভোটের পরিবেশ চমৎকার আছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।'
'বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি করপোরেশনকে গড়ে তুলবো,' যোগ করেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে