কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক দিক দিয়ে আলোচনা চলছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ২২:০০

ভারতের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে তাঁর দেশের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে ‘আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় গতকাল রোববার তিনি এ কথা বলেন।


ওয়াং ই এমন সময় এসে এ কথা বললেন, যার দুই সপ্তাহ আগে পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে ভারত ও চীনের সেনাবাহিনী বিবাদে জড়িয়েছিল। দিন কয়েক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকেও মোটামুটি এমন বার্তা দেওয়া হয়।


ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ওয়াং ই বলেন, ‘ভারত ও চীন কূটনৈতিক এবং সামরিক স্তরে কথাবার্তা চালাচ্ছে। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখতে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ভারতের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত, যাতে ভারত ও চীনের সম্পর্ক ক্রমে উন্নত হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও