শুভর সঙ্গে বিন্দুর ‘উনিশ ২০’, ভালোবাসা দিবসে মুক্তি

সমকাল প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ২১:২৮

দীর্ঘ বিরতির ফিরছেন অভিনেত্রী বিন্দু। নির্মাতা মিজানু রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমায় কাজ করছেন তিনি। তার নায়ক হিসেবে আছন চিত্রনায়ক আরিফিন শুভ।


বর্তমানে এই সিনেমাটির চিত্রধারণ চলছে ঢাকার বিভিন্ন স্থানে।  সিনেমাটির নাম ‘উনিশ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। 


এই কাজ প্রঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’


অনেকদিন পর কাজে ফিরে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত তিনি। বিন্দু কাজটি নিয়ে বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শ্যুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও