কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঞ্চয়পত্রে ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ শিশু পরিবারের

প্রথম আলো প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১৭:০২

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় কর্মসূচিগুলোর অন্যতম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো শ্রেণি-পেশার মানুষ একক নামে ৩০ লাখ বা যুগ্ম নামে ৬০ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন এ সঞ্চয়পত্রে।


তবে দেশের অটিস্টিক সহায়ক প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিশু পরিবার ও প্রবীণনিবাস কেন্দ্রগুলোর জন্য এ সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগটা বেশি। এসব প্রতিষ্ঠানের জন্য পাঁচ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে।


জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ২০২২ সালের খসড়া বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এটি গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃত ভবিষ্য তহবিল, প্রবীণ আশ্রয়কেন্দ্র, অনাথ আশ্রম, শিশু পরিবার, এতিম খানা ও অটিস্টিক শিক্ষাসহায়ক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার ক্ষেত্রে সঞ্চয় অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও