কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতে শিশুদের প্রতিদিন গোসল করানো উচিত? জেনে নিন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫০

শীত নবজাতক ও শিশুদের জন্য প্রতিকূলই বলা চলে। কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বাইরের পরিবেশ সহনীয় না হলে এ সময় শিশুর ঠাণ্ডা লাগাসহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। শিশুকে সুস্থ ও সুন্দর রাখতে গোসল করানো খুব জরুরি।


কিন্তু শীতের দিনে প্রতিদিন গোসল করালে যেমন ঠাণ্ডা লাগার ভয় থাকে, আবার না করালে শিশুর শরীরে ঘাম জমে। ঘাম থেকে দুর্গন্ধ, চুলকানি, ফুসকুড়ি, ত্বকে শুষ্কতা ও খসখসে ভাব এমনকি বিভিন্ন চর্মরোগও হতে পারে।
 
নিয়মিত গোসল করানো উচিত


শিশুর যদি অন্য কোনো সমস্যা না থাকে, তবে তাকে নিয়মিত গোসলে কোনো বাধা নেই। গোসলের কারণে শিশুর ত্বকের কোমলতা বাড়ে, ত্বক আর্দ্র থাকে। গোসলের ফলে ত্বকের ময়লাও দূর হয়। অনেকেই শীতে শিশুকে নিয়মিত গোসল করান না। এতে শিশুর ত্বকে ফুসকুড়ি ওঠে। এর মধ্যে পুঁজও জমতে পারে। শিশু জন্ম নেওয়ার পর তিন দিন পর্যন্ত গোসল না করানো উচিত। এরপর প্রতিদিন গোসলে কোনো সমস্যা নেই। তবে নবজাতকদের শূন্য থেকে এক মাস পর্যন্ত সপ্তাহে দুদিন গোসল করানো উচিত। এক মাস বয়স থেকে শিশুকে প্রতিদিন গোসল করানো ভালো। গোসলের আগে শিশুকে কিছুক্ষণ রোদে রাখা ভালো।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও