বাবা-মায়ের অনুমতি ছাড়া অ্যাপ ডাউনলোড করতে পারবে না সন্তানরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১৩:১৪
এখন চাইলেই অপ্রাপ্তবয়স্করা গুগল প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করতে পারবে না। অভিভাবকের অনুমতি চাইবে গুগল। বর্তমানে সব বয়সী ছেলেমেয়েদের হাতেই ফোন তুলে দিচ্ছেন বাবা-মায়েরা। করোনাকালীন অনলাইন ক্লাসের জন্য ফোন হাতে দিয়েছিলেন কিন্তু এখন আর সেই অভ্যাস কাটাতে পারছেন না।
সন্তানরা অনেক সময় বাবা-মায়ের অগোচরেই গেম খেলছে রাত জেগে কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে কাটাচ্ছে সময়। মাঝে মাঝে তরুণ ও কিশোরদের অধিকাংশ গেম ছাড়াও নানা ট্রেন্ডিং পেইড ইন-অ্যাপ কনটেন্ট ডাউনলোড করতে মরিয়া হয়ে থাকে। এসব অপ্রয়োজনীয় ও ট্রেন্ডিং কনটেন্ট অ্যাপ কেনাকাটা বন্ধ করতে গুগলে যুক্ত হয়েছে ‘পারচেস রিকোয়েস্ট’ ফিচারটি। এই ফিচার চালু করলে সন্তানরা অ্যাপ থেকে কোনো কিছু কেনার আবেদন করলে সে বিষয়ে অভিভাবকদের জানানো হবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাপ ডাউনলোড