কলা কালো হয়ে গেলে খেতে চায় না খুদে? ফেলে না দিয়ে কোন কাজে লাগাতে পারেন ফলটি?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১২:২২
কলা কালো হয়ে গেলে বাড়িতে কেউ খেতে চান না! ফেলে না দিয়ে সেই কলাগুলিই রূপচর্চার কাজে লাগাতে পারেন। দুটো কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে সেই মিশ্রণ লাগিয়ে রাখুন।
১৫-২০ মিনিট রাখার পরে ভাল করে ধুয়ে নিন। সপ্তাহে দু’-তিন দিন প্যাক ব্যবহার করলেই সুফল পাবেন।