‘বিশ্বমানের ব্যাটসম্যান’ বাবরকে ভালো অধিনায়ক বানানোর মিশন আফ্রিদির
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১১:০১
হঠাৎ করেই পাকিস্তানের ক্রিকেটে ঝড় উঠেছে। সেই ঝড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের আসন থেকে ছিটকে গেছেন রমিজ রাজা, তাঁর জায়গা নিয়েছেন নাজাম শেঠি। পিসিবিপ্রধানের দায়িত্ব নিয়েই নির্বাচক কমিটিতে পরিবর্তন এনেছেন তিনি। শহীদ আফ্রিদিকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছেন শেঠি। তাঁর সঙ্গী হিসেবে দিয়েছেন সাবেক অলরাউন্ডার আবদুর রাজ্জাক ও মিডিয়াম পেসার রাও ইফতিখার আনজুমকে।
প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর আফ্রিদি প্রথম যে কাজটি করেছেন, সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু টেস্ট সিরিজের দলে পরিবর্তন। তবে পাকিস্তান দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি বাবর আজমের কাঁধেই অধিনায়কের দায়িত্ব আছে। আফ্রিদি বরং ঘোষণা দিয়েছেন, বাবরকে তাঁরা ভালো অধিনায়ক বানাবেন!