মোশাররফ বললেন, অবসর নিয়েছি
সমকাল
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১০:৩৫
টানা এক যুগ ফরিদপুর আওয়ামী লীগে 'রাজত্ব' করা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন রাজনীতি থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে তাঁকে দলের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয়। সুইজারল্যান্ডে অবস্থান করা খন্দকার মোশাররফ গতকাল রোববার টেলিফোনে সমকালকে জানান, রাজনীতি থেকে তিনি অবসর নিয়েছেন।
এ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয়েছে জানালেও কী কথা হয়েছে, বলতে অস্বীকৃতি জানান তিনি। দুই দফায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকা খন্দকার মোশাররফ বর্তমানে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য। তবে তিনি সংসদে দীর্ঘদিন অনুপস্থিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির পদেও আছেন তিনি। টানা দুই বছর রাজনীতি থেকে তিনি নির্বাসনে ছিলেন।