মেয়াদ বাড়ানো টিকা নিতে ‘সমস্যা নেই’: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের যে টিকা দেওয়া হচ্ছে, তার মেয়াদ মেয়াদোত্তীর্ণের তারিখ থেকে ৭০ দিন বাড়ানোর ফলে স্বাস্থ্যঝুঁকির কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়েই ফাইজার-বায়োএনটেক তাদের টিকার মেয়াদোত্তীর্ণের তারিখ বাড়িয়েছে। আর বাংলাদেশের ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপস (নাইট্যাগ), জাতীয় কারিগরী পরামর্শক কমিটি ওই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। সুতরাং চতুর্থ ডোজে ওই টিকা নিতে কোনো সমস্যা নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, কোভিড সংক্রমণ মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
দেশে গত ২০ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকাই দেওয়া হচ্ছে। এর আগে তৃতীয় বা বুস্টার ডোজে ফাইজারের পাশাপাশি মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছিল।