আবাসন মেলার পর্দা নামছে আজ

জাগো নিউজ ২৪ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৩১

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার’ শুরু হয়েছে বুধবার থেকে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী চলা এ মেলার পর্দা নামছে রোববার (২৫ ডিসেম্বর)।


মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকার কথা। তবে আজ মেট্রোরেল উদ্বোধন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সুবিধার্থে মেলা নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা আগেই শেষ হবে। অর্থাৎ রোববার মেলা চলবে দুপুর ২টা পর্যন্ত।


এবারের মেলায় শুরু থেকেই নানা ছাড়-উপহার আর অফার নিয়ে হাজির হয়েছিল আবাসন খাতের কোম্পানিগুলো। অন্যান্যবারের মতো এবারও ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের চাহিদা ছিল বেশি।


তবে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। এজন্য মিরপুর-উত্তরার যাতায়াত ব্যবস্থা খুব সহজ হবে। আর এ কারণে এবারের আবাসন মেলায় মিরপুর-উত্তরা অংশে ফ্ল্যাটের চাহিদা বেশি ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও