কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত, নথি ফাঁস

সমকাল চীন প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২২:২১

চীনে করোনা বিধিনিষেধ শিথিলের ২০ দিনের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফাঁস হওয়া ‘সরকারি নথির’ উদ্ধৃতি দিয়ে রেডিও ফ্রি এশিয়া এমন খবর জানিয়েছে।


বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথিটি সঠিক বলে রেডিও ফ্রি এশিয়াকে জানিয়েছেন চীনের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি জানান, জাতীয় স্বাস্থ্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া কেউ এটি ফাঁস করেছেন। 


চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০ মিনিটের একটি বৈঠক থেকে ওই নথি ফাঁস হয়। নথির তথ্যানুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশটির প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এই সংখ্যা চীনের জনসংখ্যার প্রায় ১৭.৬৫ শতাংশ। এর মধ্যে ২০ ডিসেম্বর একদিনেই প্রায় ৩ কোটি ৭০ মানুষের করোনা শনাক্ত হয়।


করোনায় চীনে দিনে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত এবং পাঁচ হাজারের বেশি মৃত্যু হতে পারে- ব্রিটিশ স্বাস্থ্যতথ্য সংস্থা এয়ারফিনিটির এমন মন্তব্যের সময়েই ফাঁস হওয়া প্রতিবেদনটি সামনে এল। ওই নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও