কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বে এ বছর সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ভারতের আদানির

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ২১:১৮

চলতি বছর বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যে পাঁচ বিলিয়নিয়ার বা শতকোটিপতির সম্পদ বেড়েছে। খারাপ সময়েও সম্পদ বৃদ্ধির শীর্ষে থাকা পৃথিবীর শীর্ষ পাঁচ ধনীর সবাই এশিয়া অঞ্চলের। এর মধ্যে সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতের গৌতম আদানি। এর পরের অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার লো টাক ওয়াং, চীনের কলিং জাং হুয়াং ও উ ইয়লিং এবং ভারতের রভি জয়পুরিয়া। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


ফোর্বস বলছে, উল্লেখিত পাঁচজন বাদে এ বছর বিশ্বের শীর্ষ ধনীরা সম্মিলিতভাবে দুই লাখ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। তার বিপরীতে উল্লেখিত পাঁচ ধনীর সম্পদ সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার।


ফোর্বসের তথ্য অনুযায়ী, চলতি বছরে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির সম্পদ ৫ হাজার ৫১০ কোটি ডলার বেড়েছে। তাতে ২০২২ সালে তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯০ কোটি ডলারে। ফোর্বসের রিয়েল টাইম (হালনাগাদ বিবেচনায়) শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় এ ধনী। সম্প্রতি ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির বেশির ভাগ শেয়ার কিনে নিয়ে আলোচনায় রয়েছেন গৌতম আদানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও