You have reached your daily news limit

Please log in to continue


আবাসন মেলায় দর্শনার্থীদের আগ্রহ ব্র্যাক ব্যাংকের সাশ্রয়ী গৃহঋণে

সাশ্রয়ী গৃহঋণ (অ্যাফর্ডেবল হোম লোন) বিষয়ক বিশেষায়িত পরামর্শ সেবার কারণে রিহ্যাব ফেয়ারে ব্র্যাক ব্যাংকের স্টলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শনিবার (২৪ ডিসেম্বর) মেলায় ব্যাংকটির স্টল ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

মেলায় মাত্র সাড়ে ৭ শতাংশ সুদে অ্যাফর্ডেবল হোম লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই সাশ্রয়ী গৃহঋণ সুবিধার কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা আধা-পাকা বাড়ি নির্মাণ, ভবন নির্মাণ এবং ফ্ল্যাট কিনতে সহজেই গৃহঋণ নিতে পারছেন। ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধা নিতে ইচ্ছুক সব শ্রেণি-পেশার মানুষের জন্য রিহ্যাব ফেয়ারে ব্যাংকটির ১০৩ ও ১০৫ নম্বর স্টল পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা-২০২২ শুরু হয়েছে। মেলা চলবে আাগামীকাল রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলা দেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন