আবাসন মেলায় দর্শনার্থীদের আগ্রহ ব্র্যাক ব্যাংকের সাশ্রয়ী গৃহঋণে

জাগো নিউজ ২৪ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮

সাশ্রয়ী গৃহঋণ (অ্যাফর্ডেবল হোম লোন) বিষয়ক বিশেষায়িত পরামর্শ সেবার কারণে রিহ্যাব ফেয়ারে ব্র্যাক ব্যাংকের স্টলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শনিবার (২৪ ডিসেম্বর) মেলায় ব্যাংকটির স্টল ঘুরে এ তথ্য পাওয়া গেছে।


মেলায় মাত্র সাড়ে ৭ শতাংশ সুদে অ্যাফর্ডেবল হোম লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই সাশ্রয়ী গৃহঋণ সুবিধার কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা আধা-পাকা বাড়ি নির্মাণ, ভবন নির্মাণ এবং ফ্ল্যাট কিনতে সহজেই গৃহঋণ নিতে পারছেন। ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধা নিতে ইচ্ছুক সব শ্রেণি-পেশার মানুষের জন্য রিহ্যাব ফেয়ারে ব্যাংকটির ১০৩ ও ১০৫ নম্বর স্টল পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।


গত ২১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা-২০২২ শুরু হয়েছে। মেলা চলবে আাগামীকাল রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এ মেলা দেশের আবাসন খাতের সবচেয়ে বড় মেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও