You have reached your daily news limit

Please log in to continue


কানায় কানায় পূর্ণ আওয়ামী লীগের সম্মেলনস্থল

কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান। সারাদেশ থেকে কাউন্সিলর, ডেলিগেট ও অতিথিরা এসেছেন। এরই মধ্যে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সভাপতি জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন।

এরপর মঞ্চে উঠে সভাপতির আসন গ্রহণ করেন শেখ হাসিনা। শুরু হয় ২৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল ৭টা থেকে সম্মেলনস্থলের গেট খুলে দেওয়া হয়। সম্মেলনস্থলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সম্মেলনের শিডিউল অনুযায়ী, ২৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ধর্মগ্রন্থ থেকে পাঠ হবে। পরে শোকপ্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। পাশাপাশি স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন