You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ ‘সবচেয়ে ঘৃণিত মানুষ’

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপ জয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বেশ মজা করেছেন। তাতে আর্জেন্টাইনরাও কম মজা পাননি। তবে সবার তা ভালো লাগবে না।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী সেন্টারব্যাক আদিল রামিরেরই যেমন তা ভালো লাগেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজের সমালোচনা করেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। টাইব্রেকারে একটি শটও ঠেকিয়ে দেন কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লোভস’জয়ী মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পর উদ্দাম উদ্‌যাপনে মাতেন আর্জেন্টাইন গোলকিপার। এর মধ্যে টেনে আনেন ফ্রান্সের হয়ে ফাইনালে হ্যাটট্রিক করা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল।

ড্রেসিংরুমে মেসিরা যখন উদ্‌যাপন করছিলেন, তখন হুট করেই সবাইকে থামিয়ে দেন মার্তিনেজ। সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সতীর্থদের দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’ এটুকু বলে মার্তিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন