
চীনে স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে চরম সমালোচনার মুখে
চীনের জনপ্রিয় গায়িকা এবং গীতিকার জেন ঝ্যাং সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে পড়েছেন। স্বেচ্ছায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করে সমালোচিত হচ্ছেন তিনি।
তিনি এমন একসময় বিষয়টি ফাঁস করেছেন, যখন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বৈশ্বিক নজরদারিতে রয়েছে চীন। চীনে করোনা সংক্রমণের তথ্য সঠিকভাবে উঠে না আসা এবং রোগী বেড়ে যাওয়া নিয়ে বহির্বিশ্বে যথেষ্ট উদ্বেগ রয়েছে।
চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে জেন ঝ্যাং লিখেছেন, তার এক বন্ধু করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। নিজে করোনায় আক্রান্ত হতে ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন জেন।
পরে জেন ঝ্যাং জ্বর, গলা ব্যথা ও শরীরে ব্যথার উপসর্গে ভুগেছেন। টানা এক দিন ও এক রাত ঘুমানোর পর এসব উপসর্গ চলে গেছে।