রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তার ঠিকানায় এল সাদা কাপড়ের টুকরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষক-কর্মকর্তার ঠিকানায় দু’টুকরো করে সাদা কাপড় পাঠানোর খবর পাওয়া গেছে।
বুধবার ‘সচেতন নাগরিক সমাজ’ এর নামে ডাক বিভাগের খামে তাদের কাছে এসব কাপড় আসে। তবে খামের ভেতর কোনো চিঠি ছিল কিনা তা জিডিতে পরিষ্কার করা হয়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসেন নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওই থানার ওসি হাফিজুর রহমান জানান।
কাপড় পাওয়াদের মধ্যে সদ্য সাবেক উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মো. ফারুক হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ মো. রবিউল আওয়াল, উপপরিচালক (ছাত্রকল্যাণ) মো. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জগলুল সাদত, কম্পট্রোলার নাজিম উদ্দিন আহম্মদ, প্রকৌশলী মো. হারুন অর রশিদ এবং প্রকৌশলী মো. রাইসুল ইসলাম আছেন।
এ ঘটনায় শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।