You have reached your daily news limit

Please log in to continue


মানে আপস, তবু সব বই পাওয়া নিয়ে সংশয়

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র ১০ দিন বাকি। তবে প্রাথমিক স্তরে বিনা মূল্যের প্রায় অর্ধেক (৪৬ দশমিক ২৭ শতাংশ) বই এখনো ছাপা হয়নি। মাধ্যমিকে ছাপা বাকি ৩১ শতাংশ বই। সময়মতো সব বই পেতে মানের সঙ্গে ‘আপস’ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে এরপরও নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এনসিটিবি, মুদ্রণ প্রতিষ্ঠান ও বই ছাপার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

২০১০ সাল থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে সরকার। ২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩৪ কোটি বই ছাপানোর কাজ চলছে। এবার প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই ও শিক্ষক গাইড দেওয়া হচ্ছে।

এনসিটিবির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নতুন বছরের প্রথম দিনে সব এলাকায় সব বই দিতে না পারলেও সব শিক্ষার্থীর হাতে অধিকাংশ বই দেওয়ার চেষ্টা চলছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব মিলিয়ে ৮০ শতাংশের মতো বই ছাপার কাজ শেষ হতে পারে বলে আশা করেন তাঁরা। তবে মানের বিষয়টি এই কর্মকর্তারা এড়িয়ে যান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন