টুইটারে কিছু প্রোফাইল ছবি বর্গাকার দেখানোর কারণ কী
প্রথম আলো
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৭
টুইটারে ব্যবহারকারীদের প্রোফাইল ছবি সাধারণত গোল দেখা যায়। কিন্তু সম্প্রতি টুইটারে বেশ কিছু প্রোফাইল ছবির আকার বর্গাকার দেখা যাচ্ছে। কিন্তু কেন এমন দেখাচ্ছে, এ নিয়ে জল্পনাকল্পনা ডানা মেলেছে খুদে ব্লগ লেখার সাইটটিতে।
সম্প্রতি ‘টুইটার ব্লু ফর বিজনেস’ নামের নতুন সেবা উন্মুক্ত করেছে টুইটার। এ সুবিধায় নিবন্ধন করা বিভিন্ন ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য অন্যদের কাছে আলাদাভাবে তুলে ধরতেই বৃত্তাকারের বদলে বর্গাকার প্রোফাইল দেখাচ্ছে টুইটার। এরই মধ্যে টুইটার, মাইক্রোসফট, অ্যাপল, ম্যাশেবলসহ বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের প্রোফাইল ছবি বর্গাকার দেখা যাচ্ছে।