![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252Fd5c36dff-574c-44cf-87c0-5c0950d766b2%252Fe0f74e3b_29e4_43a8_ad83_0c45d48c82e2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনার জন্য আর্জেন্টিনাকে প্রস্তাব দেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫
বাংলাদেশের সমর্থকদের জন্য ফুটবল বিশ্বকাপ ট্রফি এ দেশে নিয়ে আসার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
শাহরিয়ার আলম বলেন, ‘সবাই এখনো খুব উচ্ছ্বাসের মধ্যে আছে। আমরা দাবি পেয়েছি, যেন আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফিটা বাংলাদেশে আনা হয়। যদিও আর্জেন্টিনার খেলোয়াড়েরা এখন সুপার বিজি, তাই তাঁরা না পারলেও কোনো প্রতিনিধি দিয়ে যেন বাংলাদেশে তাঁদের ট্রফিটা পাঠানো হয়—আমরা সেই প্রস্তাবও দেব শিগগিরই।’