আসছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’, বাচ্চারা তৈরি তো?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১৪:২৪

মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় কিশোর উপন্যাস ‘রাতুলের দিন রাতুলের রাত’ অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি।


সুন্দরবনে নৌবিহারে গিয়ে একদল শিশুর ডাকাতদের কবলে পড়া এবং উদ্ধার পাওয়ার গল্প অ্যাডভেঞ্জার অব সুন্দরবন। সরকারি অনুদানে আবু রায়হান জুয়েলের নির্মাণে এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও পরীমনিকে।


মঙ্গলবার সিনেমার ট্রেইলার ও পোস্টার প্রকাশ উপলক্ষে ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাফর ইকবাল ছাড়াও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ মুন্নিসহ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন সেখানে।


নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, “অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারেন। প্রত্যাশা করি, সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও