মন্দা বাজারে মুন্নু সিরামিকের শেয়ারের মূল্যবৃদ্ধির কারণ কী

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ১১:২৬

মন্দা শেয়ারবাজারেও অস্বাভাবিকভাবে বাড়ছে মুন্নু সিরামিকের শেয়ারের দাম। গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩৮ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়া হঠাৎ করে এ কোম্পানির শেয়ারের দামের অস্বাভাবিক উত্থানের পেছনে রয়েছে কারসাজি। একটি গোষ্ঠী কারসাজির মাধ্যমে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াচ্ছে।


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ২১ নভেম্বর মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১০৬ টাকা। গতকাল মঙ্গলবার দিন শেষে এ দাম বেড়ে হয়েছে ১৪৪ টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৩৮ টাকা বেড়েছে। এর মধ্যে গত ছয় কার্যদিবসেই বেড়েছে ২৮ টাকা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি কয়েক দিন ধরে কোম্পানিটি ঢাকার বাজারে লেনদেনেও শীর্ষে উঠে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও