কেন সবসময় ছেড়া জিন্স পরেন সালমান? জানালেন নিজেই
বলিউড সুপারস্টার সালমান খানের অর্থকড়ির অভাব নেই। তবুও বিয়িং হিউম্যানের টিশার্ট আর ছেড়া জিন্স পরেই অংশ নেন বলিউডের দামী সব পার্টিতে। কেন সবসময় সাদামাটা পোশাকেই দেখা যায় তাকে? এক সাক্ষাৎকারে নিজেই জানালেন অভিনেতা।
এক পুরনো সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, তিনি সবসময় কম দামের পোশাক পরেন কারণ তিনি চান না ভক্তরা তার পোশাকের অনুকরণ করতে গিয়ে অর্থের অপচয় করুক। অভিনেতা বলেন, ‘ভক্তরা আমার মাঝে একজন সাধারণ মানুষকে খুঁজে পায়। আমি স্টারের জীবন চাই না। আমি ছেড়া জিন্স পরি, বিয়িং হিউম্যানের টিশার্ট পরি, এক জোড়া পুরনো বুট জুতা পরি বহুদিন ধরে। কারণ আপনাদেরও এগুলো কেনার ক্ষমতা আছে। ভালো পোশাক মানেই দামী পোষাক নয়। মানুষের বেতন কম, পরিবার বড়। আমরা যা পরি, তাদের সন্তানরাও সেগুলো পরতে চাইবে। আমি যদি আরমানির স্যুট পরি বা ভারসাসি পরি, আমাকে খুব বেশি আলাদা দেখাবে না। ঢিলেঢালা ফিটিং এর পোশাকেও ভালো দেখানো সম্ভব যদি জিমে যাওয়া হয়। টাইট জিন্স হোক বা ঢিলে জিন্স, পোশাকের নিচের শরীরের কাঠামো যদি সুন্দর হয়, তাহলে সবই সুন্দর দেখায়। আমি সেটাই করি। সিনেমার প্রয়োজনে শুধু অন্য পোশাক পরি।’
সালমান খান নিজের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটির শুটিং শেষের দিকে। ফেব্রুয়ারির শেষের দিকে সালমান সিনেমাটির সম্পূর্ণ শুটিং শেষ করবেন বলে আশা করা হচ্ছে। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।
- ট্যাগ:
- বিনোদন
- ছেঁড়া জিনস
- সালমান খান